Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

হজ্জ্ব ও ওমরাহ আদায়কারীর গাইড বুক / Hajj o Umrah Adaykari Guide Book (Bengali)
হজ্জ্ব ও ওমরাহ আদায়কারীর গাইড বুক / Hajj o Umrah Adaykari Guide Book (Bengali)
হজ্জ্ব ও ওমরাহ আদায়কারীর গাইড বুক / Hajj o Umrah Adaykari Guide Book (Bengali)
Ebook158 pages47 minutes

হজ্জ্ব ও ওমরাহ আদায়কারীর গাইড বুক / Hajj o Umrah Adaykari Guide Book (Bengali)

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

হাজীদের জন্য প্রয়োজন সহজ উপায়ে কোরআন ও হাদীসের মাপকাঠিতে প্রামাণ্য ও নির্ভরযোগ্য হজ্জ্ব ও ওমরাহর গাইড বুক। এই বইয়ের প্রতিটি মাসলা কোরআন ও বিশুদ্ধ হাদীস ভিত্তিক, তাই বইটির বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে। বইটি আরব বিশ্বের ঘরে ঘরে সমাদৃত এবং বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল ভাষায় তা অনুদিত হয়েছে। বাংলাভাষী হাজী সাহেবানের প্রয়োজনকে সামনে রেখে এর বাংলা অনুবাদ করা হলো। কোরআন-হাদীসের বিশুদ্ধ প্রমাণভিত্তিক হজ্জ্ব ও ওমরাহর হুকুম মানলে সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা সর্বাধিক। আল্লাহ সকলকে কবুল হজ্জ্ব ও ওমরাহর তওফিক দিক। আমিন।

LanguageBengali
Release dateApr 25, 2015
ISBN9781310816956
হজ্জ্ব ও ওমরাহ আদায়কারীর গাইড বুক / Hajj o Umrah Adaykari Guide Book (Bengali)
Author

এ এন এম সিরাজুল ইসলাম A N M Sirajul Islam

broadcaster Saudi Broadcasting Corporation Education university of Dhaka Master of Arts in social work, social welfare, 2nd class 1976 – 1976 Activities and Societies: translation & compilation of about 30 islamic books.

Related categories

Reviews for হজ্জ্ব ও ওমরাহ আদায়কারীর গাইড বুক / Hajj o Umrah Adaykari Guide Book (Bengali)

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    হজ্জ্ব ও ওমরাহ আদায়কারীর গাইড বুক / Hajj o Umrah Adaykari Guide Book (Bengali) - এ এন এম সিরাজুল ইসলাম A N M Sirajul Islam

    অনুবাদকের কথা

    হাজী সাহেবানের জন্য প্রয়োজন সহজ উপায়ে কোরআন ও হাদীসের মাপকাঠিতে প্রামাণ্য ও নির্ভরযোগ্য হজ্জ্ব ও ওমরাহর গাইড বুক। এই বইয়ের প্রতিটি মাসলা কোরআন ও বিশুদ্ধ হাদীস ভিত্তিক, তাই বইটির বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে। বইটি আরব বিশ্বের ঘরে ঘরে সমাদৃত এবং বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল ভাষায় তা অনুদিত হয়েছে। বাংলাভাষী হাজী সাহেবানের প্রয়োজনকে সামনে রেখে এর বাংলা অনুবাদ করা হলো। কোরআন-হাদীসের বিশুদ্ধ প্রমাণভিত্তিক হজ্জ্ব ও ওমরাহর হুকুম মানলে সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা সর্বাধিক। আল্লাহ সকলকে কবুল হজ্জ্ব ও ওমরাহর তওফিক দিক। আমিন।

    وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ (203) الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ (197) لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ فَإِذَا أَفَضْتُمْ مِنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِنْ كُنْتُمْ مِنْ قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ (198) ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (199) فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آَبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآَخِرَةِ مِنْ خَلَاقٍ (200) وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (201) أُولَئِكَ لَهُمْ نَصِيبٌ مِمَّا كَسَبُوا وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ (202) البقرة

    হজ্জ্বের কয়েকটি মাস জানা আছে। এসব মাসে যে লোক হজ্জ্বের নিয়ত করবে , তার জন্য স্ত্রী গমন, গুনাহ ও অশোভন কাজ জায়েজ নেই,জায়েজ নেই হজ্জ্বের সময় ঝগড়া-বিবাদ করা। আর তোমরা যা কিছু নেক কাজ কর আল্লাহ তা জানেন। তোমরা সম্বল সাথে নিয়ে যাও। নি:সন্দেহে সর্বোত্তম সম্বল হচ্ছে আল্লাহর ভয়। হে বিবেক-বুদ্ধিমান লোকেরা, আমাকে ভয় করে আমার আদেশ-নিষেধ মেনে চলো। তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অন্বেষণে কোন পাপ নেই। তারপর যখন আরাফাত থেকে ফিরে আসবে,তখন মোযদালেফার মাশআ’রে হারামের কাছে আল্লাহর যিকির-ফিকির কর। তোমাদেরকে যেভাবে হেদায়েত করা হয়েছে সেভাবে তাঁর যিকির ও স্মরণ কর। যদিও তোমরা ইতোপূর্বে ছিলে অজ্ঞ ও বিভ্রান্ত। এরপর তওয়াফের জন্য সেখান থেকে ফিরে আসো,যেখান থেকে অন্য সবাই ফিরে থাকে। আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। নিশ্চয়ই আল্লাহ অত্যধিক ক্ষমাশীল ও দয়ালু। আর যখন হজ্জ্বের যাবতীয় হুকুম ও করণীয় কাজ সমাপ্ত করবে, তখন স্মরণ করবে আল্লাহকে,যেমন করে তোমরা স্মরণ কর নিজ নিজ বাপ-দাদাকে, বরং তার চেয়েও বেশী স্মরণ করবে। অনেকে এও দোয়া করে থাকে যে,হে আমাদের পালনকর্তা , আমাদেরকে দুনিয়ায় দান কর। তার জন্য পরকালে কোন অংশ নেই। তাদের মধ্যে আবারকেউ এরূপ দোয়া করে,হে পরোয়ারদেগার,আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কণ্যাণ দান কর এবং দোযখের আগুন থেকে রক্ষা কর। এদেরই জন্য অংশ রয়েছে নিজেদের উপার্জিত সম্পদের। আর আল্লাহ দ্রুত হিসাবগ্রহণকারী। (সূরা বাকারা-১৯৭-২০২)

    ভূমিকা

    সকল প্রশংসা আল্লাহর যিনি তাঁর সক্ষম বান্দাদের উপর সম্মানিত ঘরের হজ্জ্ব ফরজ করেছেন এবং কবুল হওয়া হজ্জ্বকে গুনাহ ও ত্রুটির ক্ষতিপূরণকারী বানিয়েছেন। সর্বোত্তম তওয়াফ-সাঈকারী, সর্বাধিক সম্মানিত তালবিয়া পাঠ ও দোয়াকারী,বিশিষ্ট নবী মোহাম্মদ (সা) এর উপর দরুদ ও সালাম এবং তাঁর পরিবার-পরিজন, সাথী সাহাবায়ে কেরামএবং অন্যান্য সত্যিকার অনুসারীদের উপরও।

    সম্মানিত হাজী ভাই, আপনাকে এ পবিত্র শহরে স্বাগত ও শুভেচ্ছা জানাই। দোয়া করি, আল্লাহ যেন আপনাকে তাঁর সন্তোষ অর্জনে সহায়ক উপায়ে ও সহজভাবে হজ্জ্ব ও ওমরাহ আদায়ের তাওফিক দেন এবং এটাকে তাঁর জন্য এখলাসপূর্ণ ও নবী করিম (সা)-এর সুন্নাতের অনুসারী করেন। তিনি আপনার থেকে তা কবুল করুন ও নেকীর পাল্লায় শুমার করুন।

    আল্লাহর ঘরের আকাঙ্ক্ষী ভাই, যদি প্রত্যেক কাফেলার একজন নেতা ও প্রত্যেক সফরের একজন গাইড লাগে, তাহলে হজ্জ্ব কাফেলার নেতা হলেন মোহাম্মদ (সা) এবং গাইড হলেন তাঁর অনুপম সুন্নাহ ও চরিত্র। তিনিই তো বলেছেন:

    خُذُوْاعَنِّىْمَنَاسِكَكُمْ

    ‘আমার কাছ থেকে হজ্জ্বের মাসলা গ্রহণ করো।’

    তাই আল্লাহর ঘরের হজ্জ ও ওমরাহ আদায়ে ইচ্ছুক প্রতিটি ব্যক্তির উচিৎ,হজ্জ্ব বিষয়ক নির্ভরযোগ্য বই-পুস্তক থেকে এ বিষয়ে রাসূলুল্লাহ (সা)-এর চরিত্র ও নিয়মনীতি জানা এবং কোন প্রশ্ন থাকলে আলেমদেরকে জিজ্ঞেস করা।

    সম্মানিত হাজী ভাই, আপনার সামনে হজ্জ্ব-ওমরাহ সম্পর্কে নতুনভাবে বিন্যস্ত ও সুস্পষ্ট বইটি সহজভাবে এ সংক্রান্ত মাসলাগুলো আলোচনা করেছে যার ভাষাসাবলীল এবং বাচনভঙ্গী অত্যন্ত স্পষ্ট। আশা করি , আপনি এটাকে হজ্জ্ব ও ওমরার গাইড বানাবেন।

    কোন বিষয়ে আপনার প্রশ্ন থাকলে ,সৌদি আরবের ইসলামী মন্ত্রনালয় আপনার সেবার জন্য বিভিন্ন কেন্দ্র ও কেবিন প্রস্তুত রেখেছে। আপনি সেখানে প্রশ্নের উত্তরের জন্য আলেমদেরকে নিয়োজিত দেখতে পাবেন। আল্লাহ

    বলেন,

    فَاسْأَلُواأَهْلَالذِّكْرِإِنْكُنْتُمْلَاتَعْلَمُونَ النحل

    ‘তোমরা না

    Enjoying the preview?
    Page 1 of 1