Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

যারা অজ্ঞ
যারা অজ্ঞ
যারা অজ্ঞ
Ebook321 pages2 hours

যারা অজ্ঞ

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

এই অসাধারণ বইটিতে বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদেরকে শেখাচ্ছেন, একজন নেতার কর্মক্ষমতাকে তার বাধ্যতা কীভাবে আরও সুদৃঢ় করে তোলে। বাইবেলীয়, ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপট বিশ্লেষণের মধ্য দিয়ে বিষয়টিকে সব ধরনের পাঠকের জন্য আরও সহজ ও সাবলীল করে তোলা হয়েছে।

LanguageBengali
Release dateJun 7, 2018
ISBN9781641355612
যারা অজ্ঞ
Author

Dag Heward-Mills

Bishop Dag Heward-Mills is a medical doctor by profession and the founder of the United Denominations Originating from the Lighthouse Group of Churches (UD-OLGC). The UD-OLGC comprises over three thousand churches pastored by seasoned ministers, groomed and trained in-house. Bishop Dag Heward-Mills oversees this charismatic group of denominations, which operates in over 90 different countries in Africa, Asia, Europe, the Caribbean, Australia, and North and South America. With a ministry spanning over thirty years, Dag Heward-Mills has authored several books with bestsellers including ‘The Art of Leadership’, ‘Loyalty and Disloyalty’, and ‘The Mega Church’. He is considered to be the largest publishing author in Africa, having had his books translated into over 52 languages with more than 40 million copies in print.

Reviews for যারা অজ্ঞ

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    যারা অজ্ঞ - Dag Heward-Mills

    কিন্তু কেহ যদি না জানে, সে না জানুক।

    ১ম করিন্থীয় ১৪:৩৮

    আনুগত্য, আনুগত্যহীনতা সম্বন্ধে অনেক কিছু জানার আছে। অনেক অজ্ঞ মানুষ আছে যারা অনেক কিছু জানা বা শেখারসুযোগ থাকা সত্ত্বেও অজ্ঞতাকেই বেছে নেন। এই বই কিছু নীতি, আইন, বিধি ধারন করে যা আনুগত্য ও আনুগত্যহীনতার ধরণ নির্ণয়করে। আনুগত্যহীনতা কখনো অজ্ঞতার ফল, অপরিপক্কতা এমন কি শিক্ষার অভাবে ঘটে থাকে। অশিক্ষিত লোকেরা বেশী অবাধ্যও আনুগত্যহীনতা প্রবন কারন তারা কি করছে তার প্রভাব সম্বন্ধে বুঝতে পারেনা। শিক্ষার মধ্য দিয়ে আপনি আপনার ব্যক্তি জীবনেবা পরিচর্যার জীবনে অজ্ঞতা যে ক্ষতিসমূহ নিয়ে আসতে পারে তা পরাস্ত করতে পারবেন।

    আমার জানা মতে অন্য কোনো কাজের চেয়ে আনুগত্যহীনতার কাজ দ্বারাই অনেক মন্ডলী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমারপরিচর্যার প্রথম বছরে, আমার প্রথম কাজেই এটি দেখেছি। আমার অনভিজ্ঞতা পরিচর্যা একটি শয়তানের আক্রমনের অভিজ্ঞতালাভ করল যা ছিল চক্রান্ত, দোষারোপ, ছিদ্রান্বেষণ, অপবাদ, বিচ্ছিন্নতাকামী ইত্যাদি। আমি ঐ দিন গুলোকে যত বিশৃঙ্খলতা দেখেছিআমি আর কখনো এমনটি দেখেনি।

    আমার পরিচর্যা জীবনের খুব শুরুর দিকে একটি উপসংহারে এসেছিলাম যে আনুগত্যহীনতা বা অবিশস্ততা এবং এর সাথেসংশিষ্ট শয়তানি সবচেয়ে ধ্বংসাত্বক অস্ত্র।

    বেশীরভাগ খ্রীষ্টিয়ান মনে করেন যে শয়তানের সেরা অস্ত্র যাদুবিদ্যা, ডাকিনী বিদ্যা, ও যাদুটোনার মধ্য দিয়ে কাজ করে। আমিএকমত যে এই জিনিসগুলো শয়তানের অস্ত্রগারের মধ্যে আছে।

    কিছু মানুষদের উপলদ্ধি করতে হবে যে শয়তানের শক্তিশালী প্রচারনা ছলচাতুরীর মাধ্যমেই হয়ে থাকে। যদি শয়তান আপনাকেধোঁকা দিকে পারে, সে আপনাকে ধ্বংস করে দিবে। শয়তান অনেক লোককে বিশ্বাস করাতে পেরেছে যে তারা ন্যায় বিচার ও সত্যেরনামে সত্যের লোকদের সাথে লড়াই করে চলেছে। যাহোক তারা খুব শীঘ্রই বড় ব্যাথার সাথে

    আবিস্কার করলো যে তারা পেরেক ও কাঁটার মধ্যে পা দিয়ে লাথি মারা ছাড়া আর কিছু করছে না। এই বিষয়টি পৌল খুব শীষ্রই বুঝতেপারলেন যখন সে মন্ডলীর বিরুদ্ধে লড়াই এবং দলটির অন্যতম নেতা স্তিফানের হত্যাযজ্ঞ তত্ত্ববধান করতে ছিলেন । শৌল একজনসৎবিবেক সম্পন্ন মানুষ ছিলেন, তিনি সত্যিকার ভাবে চিন্তা করেছিলেন যে তিনি শান্ত শহর যেরুশালেম থেকে গোলযোগতৈরীকারীকে দূর করতে পেরেছিলেন। তার ধার্ম্মিকতার পক্ষে লড়াইয়ে তিনি যাদের সমাজের জন্য ক্ষতিকর মনে করেছিলেনতাদের ধুয়ে মুছে পরিস্কার করে দিয়েছিলেন। অনেক মানুষ আছেন যারা মনে করেন যে তারা ভ্রান্ত প্রচারক ও পরিচর্যাকারীদেরদুষ্কর্মাদী প্রকাশ করার একটি পবিত্র যুদ্ধে লিপ্ত রয়েছে। পৌলের মতে অনেকে মনে করেন যে পুলপিটে বসে মানুষেরভন্ডামীর সত্যতা সম্বন্ধে সবাইকে জানানো তাদের একটি ঈশ্বরীক প্রত্যাদেশ রয়েছে। প্রেরিত পৌল যখন বুঝতে পারলেনযে তিনি আসলে খ্রীস্টের বিরুদ্ধেই লড়াই করেছিলেন তখন খুবই বিস্মিত হয়েছিলেন।

    পরে তিনি যাইতে যাইতে দম্মেশকের নিকট উপস্থিত হইলেন, তখন হঠাৎ আকাশ হইতে আলোক তাঁহার চারিদিকেচমকিয়া উঠিল। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাঁহার প্রতি এই বাণী হইতেছে, শৌল, শৌল, কেন আমাকেতাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু, আপনি কে? প্রভু কহিলেন, আমি যীশু, যাঁহাকে তুমি তাড়না করিতেছ; কিন্তুউঠ, নগরে প্রবেশ কর, তোমাকে কি করিতে হইবে, তাহা বলা যাইবে।

    পৌল খুবই বিস্মিত হয়েছিলেন যখন তিনি আবিস্কার করলেন আসলে তিনি কি কাজগুলো করেছিলেন! যখন মানুষ জানেনা যেতারা কি করছে, তারা প্রায়ই ভুল কাজগুলোকেই করে থাকে। পৌল পরবর্তীতে দাবি করেছিলেন যে তিনি ঈশ্বরের ক্ষমা পেয়েছিলেনকারন তিনি জানতেন না যে তিনি কি করছেন।

    যদিও পূর্ব্বে আমি ধর্ম্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম; কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়াঅবিশ্বাসের বশে সেই সকল কর্ম্ম করিতাম;

    ১ম তিমথীয় ১:১৩

    বিশ্বস্ততা, আনুগত্য, সুস্থীর, দূর এবং অবিচল থাকার অক্ষমতা পরিচর্যা কাজের সবচেয়ে বড় হত্যাকারী। প্রত্যেক মানুষের মধ্যেসংক্ষিপ্ত, দ্রুততর, সহজ পথের অনুভূতি কাজ করে। শয়তান এই ধরনের প্রবনতা নিজের সুবিধার জন্য ব্যবহার করে।

    অনেক খ্রীষ্টয়ান উল্লেখিত অবাধ্যতা, ভিন্নমতাবলম্বী দর্শনের ফাঁদে পরে। অনেক মানুষ অজ্ঞতাবশত: ঐ কাজগুলো করে থাকে।শয়তান মন্ডলীর উদ্ধত নেতাদের কাছে এই উদাহরনগুলো ব্যবহার করে যাতে মন্ডলীতে দ্রোহ ও বিশ্বাসঘাতকতা বাআনুগত্যহীনতার সংস্কৃতি তৈরী হয়। মূলত এই গুলো না জানার কারনে অনেক মন্ডলীর নেতৃবৃন্ধ বিদ্রোহী ও অনুগত্যহীন। তারা যাকরে এবং বলে তার দ্বারা তাদের অনুসারিদের বিদ্রোহ শিখিয়ে থাকে। তারা বুঝতে পারে না কেন একজন তাদের কাছে অবিশ্বস্ত ওঅনুগত্যহীন। আপনি দেখুন, প্রতারনা বা ছলচাতুরী এমন একটি শক্তিশালী জিনিস, যখন আপনি প্রতারনা করছেন তখন আপনিকালোকে সাদা এবং সাদাকে কালো মনে করছেন।

    আনুগত্যহীনতার একটি দর্শন

    ঈশ্বর রিক জয়নরকে তার বই "দ্যা ফাইনাল কোয়েটস" এর মধ্য দিয়ে যে প্রত্যাদেশ দিয়েছিলেন তাতে আমি সত্যিই মুগ্ধহয়েছিলাম। তিান একটি দর্শন বর্ণনা করেছিলেন যে শয়তানের বড় একটি সৈন্য দল মন্ডলীর বিরুদ্ধে দুর্বারভাবে অগ্রসর হচ্ছে। সেইশয়তানের সৈন্যদের আসল লক্ষ ছিল মন্ডলীর সম্ভাব্য সকল সর্ম্পকের মধ্যে বিভেদ সৃষ্টি করা; মন্ডলীর বিরুদ্ধে অন্য মন্ডলী, জনসাধারনের সাথে তাদের পালকের এমন কি স্বামীদের সাথে তাদের স্ত্রীদের।

    প্রত্যাদেশের আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে অস্ত্রগুলো শয়তানের সৈন্যগদল বহন করেছিল। আমি নিদিষ্টভাবে উল্লেখকরতে চাই যে বল্লমজাতীয় অস্ত্র তারা বহন করতেছিল তাকে "বিশ্বাসঘাতকতা" বলা হয়েছে। আপনি জানেন যে "বিশ্বাসঘাতকতা" আসলে আনুগত্যেহীনতার সর্বোচ্চ গঠন! আমার কাছে এটি মজার মনে হয়েছে যে, একমাত্র একটি অস্ত্রের নাম লেখা ছিল এবংসেই অস্ত্রটি ছিল বিশ্বাসঘাতকতা! প্রিয় বন্ধুগন, আমি বিশ্বাস করি শয়তানের আসল অস্ত্র যেটি মন্ডলীর বিরুদ্ধে আর সেটি হলআনুগত্যহীনতা ও বিশ্বাসঘাতকতার অস্ত্র।

    যেহেতু আমি এ ব্যাপারে গভীর ভাবে চিন্তা করে দেখেছি, আমি উপলদ্ধি করেছি যে অনেক মন্ডলী যে বিপত্তিতে ভুগছে, অবিশ্বাস্ততা ও বিশ্বাসঘাতকতার কারনেই ভুগছে। আমি অনেক ঈশ্বরের মহৎ লোকদের কথা শ্রদ্ধার সঙ্গে চিন্তা করি এবং ভেবেদেিেখ কিভাবে তাদের পরিচর্যা কাজের বৃদ্ধি থেমে গিয়েছিল। আনুগত্যহীনতা এই দু:খ জনক ঘটনা ঘটার জন্য প্রধান ভূমিকাপালন করছে।

    চারটি কাঁটার কথা এই দর্শনে উল্লেখ করা হয়েছিল; অপবাদ, পরচর্চা, কুৎসা, এবং ছিদ্রান্বেষন, অপরদিকে এই চারটি অস্ত্র খুবকার্যকর মনে হয় না। এদেরকে এমনকি শয়তান

    যে ধরনের অস্ত্র ব্যবহার করে সেই গুলোর মত মনে হয় না। যাহোক, কয়েক বছর পরিচর্যা কাজে থাকার পর আমি এই সিদ্ধান্তেউপনীত হলাম যে শয়তান যে সকল শক্তিশালী অস্ত্র ব্যবহার করে তা এইগুলিই। প্রথম দৃষ্টিতে, বেশীর ভাগ অনভিজ্ঞ লোক এগুলোকে ছোট সমস্যা ভেবে বাতিল করে দেয়।

    আমি নিশ্চিত যে অনেক লোক এই কাঁটার তালিকা নগন্য করে দেখে এবং মনে করে যে প্রত্যেক পরিচর্যাকারী তা খুব সহজেইমোকাবেলা করতে পারে। শয়তান জানে যে অভিযোগ যখন দুর্বল, তখন তা অভিযোগকারী ব্যক্তিকে বিভ্রান্ত ও নিষ্ফল করে, অভিযুক্ত ব্যক্তি কতটা নির্দোষ তা কোন বিষয় নয়। কিন্তু সে যদি একবার অভিযুক্ত হয়ে পড়ে সে বিভ্রান্তির একটি দশার মধ্যে পড়েযায়। সে নিজেকে প্রশ্ন করে, "কেন একজন এই রকম একটি বিষয় চিন্তা করতে পারে?" অভিযোগ এমন শক্তিশালী যে, কিছুক্ষন পরএমন কি একজন নির্দোষ ব্যক্তিও ওই অভিযোগ সম্বন্ধে একমত হতে আরম্ভ করে। অভিযোগ অভিযুক্ত ব্যক্তিকে অসাড় করে দেয়।একবার অসাড় হয়ে পড়লে তারা নিষ্ক্রিয় দশার মধ্যে পড়ে যায়। অভিযোগ ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তির সেই আত্ম বিশ্বাস থাকেনা যে বৃত্তের মধ্যে সেই বিষ ছড়িয়ে পড়েছে তা থেকে সে বেড় হয়ে আসতে পারে। অভিযোগ ছড়িয়ে পড়লে, অভিযুক্ত ব্যক্তির যেবৃত্তের মধ্যে বিষ ছড়িয়ে পড়েছে তা থেকে বেড় হয়ে আসার আত্ম বিশ্বাস থাকে না। অপবাদ, কুৎসা, ও ছিদ্রান্বেষণ সবগুলোইঅপবাদেরই অনুরুপ। এই বিষয় গুলি মন্ডলীকে দুর্বল, অসাড় ও বিভ্রান্ত করে দেয়। এই বিভ্রান্তি মন্ডলীর মধ্যে ও মন্ডলীর বাইরেও।অভিযুক্ত ব্যক্তি বিভ্রান্ত হয় এবং যারা শুনে তারাও বিভ্রান্ত হয়। অনেক লোক এই বিভ্রান্তি কখনোই অতিক্রম করতে পারে না।অনেকে মেনে নিতে পারেন না এবং অনেক পরিচর্যার ক্ষেত্রে থাকতে পারেন না। এটি শয়তানের এমন এক শক্তিশালী অস্ত্র। এতেঅবাক হবার কিছু নেই, বাইবেল আমাদের বলে যে মন্ডলেিত শক্তি আসে যখন ফরিয়াদী এর মোকাবেলা করে। যতদিন আপনিফরিয়াদী বা অভিযুক্তের রব শুনতে পাবেন, আপনি কিছুটা দুর্বল হবেন।

    তখন আমি দূতের হস্ত হইতে সেই ক্ষুদ্র পুস্তক গ্রহন করিয়া খাইয়া ফেলিলাম; তাহা মুখে মধুর ন্যায় মিষ্টি লাগিল, কিন্তু খাইয়া ফেলিলে পর আমার উদর তিক্ত বোধ হইল।

    প্রকাশিত বাক্য ১২:১০

    আপনি কখনো কি অবাক হয়েছেন কেন নির্দয় অভিযোগ একজন ঈশ্বরের লোককে ছুড়ে ফেলে দেয়? আমি একজন পালকেস্মরন করতে পারি যে একটি বড় শহরে বড় একটি কাজের অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন। তার মধ্যে দিয়ে অনেক লোকপরিত্রান পেয়েছিল এবং অনেক পরিচর্যাকারী প্রশিক্ষন লাভ করেছিল। সে যতক্ষন না পর্যন্ত চড়ান্ত ভাবে শহরটি ছেড়েছিলেনততক্ষন পর্যন্ত যে নিন্দিত ও অভিযুক্ত হয়েছিলেন। তার দোষ বড় করে দেখা

    হচ্ছিল যতক্ষন না পর্যন্ত তার সম্বন্ধে ভাল আর কিছু বলার ছিল না। অবশেষে সে শহরটি ছেড়েছিলেন এবং পরিচর্যা কাজ থেকে সরেএসেছিলেন। শয়তানের কাজের ধরন বেশ সোজা। তাদের অভিযোগ করে যাও যতক্ষন না পর্যন্ত তাদের ভিতর কোন আতœবিশ্বাসঅবশিষ্ট থাকে। ততক্ষন পর্যন্ত তাদের অভিযোগ করে যাও যতক্ষন পর্যন্ত সমাজের কোন লোকটি তাদের ভালো বলে। তারা যাকরছে তা থেকে তাদের থামাও।

    যাহোক শহর ছাড়ার অনেক বছর পরে, সে আবার সেই শহরে আমন্ত্রিত হয়েছিলেন এবং তিনি তাদের আর্শিবাদের কারণহয়েছিলেন। আমার বিশ্বাস যখন সে তার পরিচর্যাকাজের ফল দেখে অবাক হয়েছিলেন । তিনি সম্ভবত বুঝতে পেরেছিলেন যে সেইঅভিযোগকারী এবং তার দালালদের যারা তার প্রতি নির্দয় নিষ্ঠুর হয়েছিল তাদের কাছে নতিস্বীকার করা উচিত হবে না। আমিআনন্দিত যে সেই ঘটনার পর শীঘ্রই তিনি তার পরিচর্যাকাজে ফিরে এসেছিলেন।

    এই বইয়ের আরেকটি আশ্চর্যজনক উৎঘাাটন ছিল যে, দিয়াবল ঘোড়ার পিঠে চড়েনি, সে চড়েছিল খ্রীস্টিয়ানদের উপরে। অন্যকথায় বলা যায় যে, না জেনে খ্রীস্টিয়ানরা শয়তানের দ্বারা ব্যবহৃত হচ্ছে!

    আমি একজন পালককে জানি যে খ্রীষ্টের দেহকে বিভক্ত করতে ওস্তাদ। বিগত পনের বছর ধরে আমি তার পরিচর্যাকাজ লক্ষকরেছি এবং আমার মনে হয়েছে মন্ডলী বিভক্ত করা এবং মন্ডলীর মধ্যে পাল্টা পাল্টি দল তৈরী করার ব্যাপারে তার বিশেষ গুনরয়েছে। আমার মনে হয় সে এমন কি জানতো না যে তার সিদ্ধান্ত ও কাজ মন্ডলীকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তিনি অনায়াসেএই ধরনের প্রভেদের কুশলী কাজ কর্ম চালিয়ে যেতেন। তাকে দেখতে এবং কথাবার্তায় এত শ্রদ্ধেয় মনে হত যে আপনার কাছে মনেহবে না আসলে সে একটি মন্ডলীকে ফাটলের দিকে নিয়ে যাচ্ছে। এটি একমাত্র যখন আপনি কাছ থেকে তার কাজ কর্মেরপ্রতিফলন দেখবেন তখন বুঝতে পারবেন কতখানি দলাদলি প্রবন মানুষ সে।

    আমি এখানে রিক জয়নবের "শয়তানের সেনাদলের দর্শন" নামক বই থেকে একটি ছোট রচনাংশ অন্তভুক্ত করছি। আমি প্রার্থনাকরছি যেন আপনি পরিস্কার ভাবে শয়তানের কৌশল দেখতে পারেন।

    শয়তানের সৈন্যদল এতবড় ছিল যে এটি দুইটি ভাগে বিভক্ত ছিল এবং প্রত্যেকে আলাদা আলাদা পতাকা বহন করছিল। অগ্রবর্তীদলটি গর্ব, স্ব-ধার্মিকতা, মর্যাদা, স্বার্থপরতা উচ্ছাঙ্খা, অধার্ম্মিকতা বিচার এবং ঈর্ষার পতাকার নিচ দিয়ে মিছিল করে যাচ্ছিল।আমার

    দৃষ্টি সীমার বাইরেও শয়তানের আরো অনেক দল ছিল। কিন্তু নরক থেকে আসা এই ভয়ানক অগ্রবর্তী দলটি সবচেয়েশক্তিশালী।

    এই বড় দলটি যে অস্ত্রগুলি  ব্যবহার করছিল তাদের নাম ছিল । তলোয়ার গুলির নাম ছিল হুমকি; বল্লমগুলির নাম ছিলবিশ্বাসঘাতকতা; তীরগুলির নাম ছিল অপবাদ বচসা, কুৎসা ও ছিদ্রান্বেষণ। স্কউটস ও শয়তানের ছোট দলের এই রকম নাম ছিলযেমন, প্রত্যাখ্যান, তিক্ততা, অধৈর্য, ক্ষমাহীনতা এবং লাম্পট্যতা । এদেরকে সৈন্যদলের অগ্রবর্তী দল হিসেবে পাঠানো হয়েছিলআসল আক্রমনের প্রস্তুতি হিসেবে। এই ছোট দল ও স্কাউটরা সংখ্যায় ছোট ছোট, কিন্তু বড় দল যাদের তারা অনুসরনকরতেছিল তাদের চেয়ে কম শক্তিশালী ছিল না। তারা শুধু কৌশলগত কারনে ছোট ছিল। যেমনযোহন বাপ্তাইজক  একাএকজন  মানুষ ছিলেন কিন্তু তাকে একটি অসামন্য অভিষেক দেওয়া হয়েছিল জনগনকে বাপ্তাইজ এবং প্রভুর জন্য প্রস্তুতকরার । এই শয়তানের ছোট দলকে জনসাধারনকে বাপ্তাইজ করার "অসামান্য " শক্তি দেওয়া হয়েছিল"। তিক্ততার ক্ষুদ্র একটিদৈত্য অনেক মানুষের মধ্যে তার বিষ ছড়িয়ে দিতে পাওেএমন কি সভ্যতার সমগ্র অগ্রগতীকে। লাম্পট্যতার দৈত্য নিজেকেএকজন অভিনেতা অভিনেত্রীর সাথে সংযুক্ত করতে পারে, সিনেমা এমনকি বিজ্ঞাপনের সাথেও যা বৈদ্যুতিক প্রচার যন্ত্রেরপাকে আবিভূত হয় যা জনগনের বৃহৎ অংশকে আঘাত ও পবিত্রতা নাশ করতে পার। এই সমস্যা কিছু শয়তানের বড়দলকেঅনুসরন করার জন্য প্রস্তুত করা হয়েছিল।

    এই সেনাদল মূলত বিশেষভাবে মন্ডলীর বিরুদ্ধে অগ্রসর হচ্ছিল। কিন্তু এটি যাকে পারছে তাকেই আঘাত করছে।

    এই সৈন্যদলের প্রাথমিক কৌশল ছিল সমস্ত প্রকার সর্ম্পকের মধ্যে ফাঁটল ধরিয়ে দেওয়া । মন্ডলীতে একে অপরের সাথে; সদস্যসদস্যাদের তাদের পালকের সাথে স্বামী- স্ত্রী, পিতামাতা ও সন্তানে এবং এমন কি শিশুদের একে অপরের সাথে। স্কাউট দলকেমন্ডলী, পরিবার ও ব্যক্তি জীবনের ছিদ্রগুলো খুঁজে বের করে তা কাজে লাগাতে ও বড় করতে পাঠানো হয়েছিল । সে গুলি ছিলপ্রত্যাখ্যান, বিভক্ততা ও লাম্পট্যতা ইত্যাদি। তারপর উল্লেখিত বিভক্তিগুলি যেন প্রবল হয় এবং তাদের শিকারকে সম্পূর্ণভাবেপরাস্ত করতে পারে।

    দর্শনের সবচেয়ে জঘন্য অংশ ছিল যে এই বৃহৎ দলটি ঘোড়ার পিঠে চাপেনি, প্রাথমিক ভাবে খ্রীস্টিয়ানদের উপরে চেপে ছিল।তাদের প্রায়

    Enjoying the preview?
    Page 1 of 1